বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

চুম্বন

নীরবতা ভেঙে, চুম্বন এঁকে,,,,
ছুঁয়েছিলে ঠোঁটের কোণ।
ভুলেছিলে সব, ছিলাম নীরব,,,,
চকিত চুম্বনে, আবেশ দুটি মন।।

মুখপানে চেয়ে, সহসা জড়ায়ে,,,,
বেঁধেছিলে বাহুডোরে।
কাছে এসে, ভালোবেসে,,,,
মত্ত চুম্বনে, ছিলে ঘোরে।।

উথলি ওঠে মন, ঠোঁটের কাঁপন,,,
অকারণ অনুখন।
ছুঁয়েছিলে মন, গভীর চুম্বন,,,,
এঁকে ছিলে প্রতিরূপ, দেখেছে নয়ন।।

চুম্বনেরত, মত্ত উন্মুক্ত,,,,
চুমেছিলে বক্ষ বদন।
কাঁপি থরথর, পরশ পাথর,,,,
চুম্বনে খোঁজে সুখ, উত্তাল যৌবন।।

মুদিত নয়ন, একান্ত গোপন,,,,
আজি হোক সমাপন।
রাঙাও জীবন, চুম্বনে চুম্বন,,,,
বাধা অকারণ, কে করে বারণ!

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু