বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অন্বেষণে লেখকের আত্মজীবনী প্রথম খন্ড

একুশ শতকের ভারত বাংলাদেশের ৯০ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের নিয়ে জীবনী মুলক প্রবন্ধ গ্রন্থ।

 

অন্বেষণে লেখকের আত্মজীবনী প্রথম খন্ড।

 

 

জীবনী লেখক ও প্রবন্ধকার :- শংকর হালদার শৈলবালা।

সম্পাদনায় :- শান্তনু দাস।

 

 

ISBN :- 9798885917391

========================================

প্রথম প্রকাশ :- ২১ ফেব্রুয়ারি ২০২২ সাল। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে।

বইয়ের নাম :- অন্বেষণে লেখকের আত্মজীবনী প্রথম খন্ড।

শ্রেণী :- জীবনী গ্রন্থ।

বিষয় :- লেখকদের আত্মজীবনী মূলক প্রবন্ধ।

জীবনী লেখক প্রবন্ধকার :- শংকর হালদার শৈলবালা।

মোবাইল :- 8926200021

সম্পাদনায় :- শান্তনু দাস।

প্রকাশনায় :- টিউলিপ পাবলিশার্স।

ইমেইল :- santanu.presi@gmail.com

ঠিকানা :- Suri Samannay pally ,Birbhum,West Bengal,731101

মুদ্রণে :- Notionpress Co-powered by pothi.com, Notionpress, xpress.com, Google play store, Amazon.in, Amazon Kindle and flipcart.

ঠিকানা :- Notion Press Media Pvt. No.50 Chettiyar Agaram Main Road Vanagaram Chennai -600095

Tamil Nadu , India.

প্রচ্ছদ শিল্পী :- শান্তনু দাস।

গ্রন্থ স্বত্ব :- লেখকের।

 

© All rights reserved by the authors.No part of this publication may be reproduced , stored, in a retrieval system,or transmitted in any form or by means, electronic, mechanical, photocopying or otherwise, without the prior permission of the copyright holders.

========================================

                           উৎসর্গ

বন্ধু শ্রদ্দেয় কবি ও সাহিত্যিক সোমেন বিশ্বাস।

জন্ম 18 ফেব্রুয়ারি 1985 ও মৃত্যু 24 মার্চ 2019

 

                          এবং 

 

             স্বর্গীয় বিমান দত্ত।

 

========================================

                         ভূমিকা

কিছু অজানা কথা।

বাঙালি লেখক সংসদ। ব্যক্তিগত উদ্যোগে একটি লেখকদের সংগঠন। সংগঠনের স্থাপনের জন্ম তারিখ 25 জানুয়ারি 2021 সালে। প্রতিষ্ঠাতা ও সম্পাদক :- শংকর হালদার শৈলবালা। স্থায়ী ঠিকানা :- দত্তপুলিয়া, রানাঘাট, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত। 

মোবাইল :- 91 8926200021

 

বাঙালি লেখক সংসদের পক্ষে লেখক শংকর হালদার শৈলবালার প্রচেষ্টায় পৃথিবীর সকল বাঙালি লেখকদের নামের তালিকা তৈরির কাজ চলছে এবং বাঙালি লেখকদের আত্মজীবনী সংগ্রহ করছেন। লেখকদের আত্মজীবনীর তথ্য পাওয়ার পর জীবনী লেখক শংকর হালদার শৈলবালা নিজের মত করে সাজিয়ে গুজিয়ে একত্রে প্রবন্ধ তৈরি করছেন এবং ছাপার অক্ষরে বই প্রকাশিত করে চলেছেন।

 

লেখক শংকর হালদার শৈলবালা মহাশয় জানিয়েছেন লেখকদের নিকট থেকে নাম নথিভুক্ত করার জন্য সামান্য অর্থমূল্য নেওয়া হয় কিন্তু আত্মজীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত বই নির্দিষ্ট মূল্য দিয়ে সংগ্রহ করতে হবে। সৌজন্যে কপি হিসাবে আত্মজীবনী পিডিএফ কপি দেওয়া হবে।

 

বাঙালি লেখক তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আত্মজীবনীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যথা :- আপনার নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, পুরুষ লেখকের ক্ষেত্রে সহধর্মিণী ও ছেলে মেয়েদের নাম আর মহিলা লেখকের ক্ষেত্রে স্বামী ও ছেলে মেয়েদের নাম সহ পিতা মাতার নাম। জন্মস্থান,স্থায়ী ও বর্তমান ঠিকানা। শিক্ষাগত যোগ্যতা ও বংশে যদি কোন বিশিষ্ট ব্যক্তি থাকেন তাদের নাম ও বিবরণ, হোয়াট অ্যাপস্ মোবাইল নাম্বার, কোন কোন বিষয়ের উপর লেখালেখি করেন যেমন গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধের ইত্যাদি লিখতে হবে। প্রকাশিত বইয়ের তালিকা, সাহিত্য চর্চা কত সাল থেকে শুরু করেছেন। এরপর আপনার মত করে আপনার জীবনের যদি কোনো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থাকে তা উল্লেখ করুন। আপনার মূল্যবান জীবনী লিখে পাঠিয়ে দেবেন।

 

যোগাযোগ :- শংকর হালদার শৈলবালা।

হোয়াইট অ্যাপস 91 8926200021

 

1000 জন কবি ও সাহিত্যিকদের নিয়ে বাঙালি লেখকদের তালিকার বই ।

অন্বেষণে লেখকের আত্মজীবনী প্রথম খন্ড ও বাঙালি লেখকদের পরিচয় নামক বইটি প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এভাবে খণ্ড খণ্ডভাবে প্রকাশিত হতে থাকবে।

 

লেখক শংকর হালদার শৈলবালা মহাশয় কে সাধুবাদ জানাই। তিনি গ্রাম বাংলার অবহেলিত তৃণমূল স্তরে লেখকদের নিয়ে ভেবেছেন এবং প্রতিটি লেখককে ইতিহাসের পাতায় তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লেখকদের হাজার হাজার বছর ধরে অমর করে রাখতে চান। শংকর হালদার বলেছেন গ্রাম বাংলার আনাচে কানাচে হাজার হাজার কবি ও সাহিত্যিক অবহেলায় পড়ে আছেন। অতীতে ও বর্তমানে তাদের প্রতিভার কোন মূল্যায়ন করা হয়নি। ইতিহাসের পাতায় নামটা তো দূরের কথা। প্রতিষ্টিত কবি-সাহিত্যিকগণ তাদের নিজেদের কথা ভাবেন কিন্তু ছোটখাটো লেখকদের মূল্যায়ন করতে চাইনা।

 

একুশ শতকের নতুন নতুন লেখকগণ জীবিত থাকাকালীন অবস্থায় লেখকদের মর্যাদা দান করে চলেছেন শংকর হালদার শৈলবালার অভিনব কর্মসূচি "লেখক পরিচয় পত্র কার্ড" তিনি বলেন মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতি নাগরিকদের ভোটার কার্ড পরিচয় পত্র, বসবাসের জন্য স্বীকৃতি আধার কার্ড ও জন্মের প্রমানের জন্য জন্ম সার্টিফিকেট তাহলে লেখক হিসেবে দেশের রাজ্যের স্বীকৃতি পাবে না কেন? প্রতিটি দেশের মধ্যে বড় বড় বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং রাজনীতিক নেতা-মন্ত্রীমন্ত্রীদের মধ্যে বড় বড় কবি ও সাহিত্যিক আছেন কিন্তু লেখকদের স্বীকৃতি দেওয়ার কথা ভাবনা চিন্তা মাথায় আসে না। তাদের কাছে নাকি এইসব ভাবনা ছোটখাট ব্যাপার। নিজের আভিজাত্য প্রতিভাকে আরো বড় করতে ব্যস্ত কিন্তু এইসব লেখক এর কোন মূল্য নেই । 

 

শংকর হালদার মহাশয় বেসরকারি হিসাবে বাঙালি লেখক সংসদ নামের সংগঠনের মাধ্যমে লেখকদের লেখা পরিচয় পত্র কার্ডের মাধ্যমে স্বীকৃতি ও সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। সকল কবি ও সাহিত্যিকদের সুস্থ-সবল কামনা করছি ভয়াবহ মারাত্মক করনা ভাইরাসের হাত থেকে নিজেকে ও পরিবারসহ প্রতিবেশীকে রক্ষা করুন।

 

প্রণব শিকদার ।

বাঙালি লেখক সংসদ

তারিখ :- 01/09/21

প্রণব শিকদার বাংলা সাহিত্যের বিশিষ্ট ছড়া-কবিতা, অনুগল্প, গল্প ও প্রবন্ধ লেখক।

ঠিকানা :- খিরিশতলা, বিদ্যাসাগর সরণি, থানা ও ডাকঘর সোনারপুর, কলকাতা 700150, জেলা দক্ষিন চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ ,ভারত। হোয়াটঅ্যাপস নাম্বার 9433156861

========================================

ধারাবাহিক ভাবে প্রকাশিত করা হবে।

 

 

 

 

 

 

 

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু