বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

কবিতার খোঁজে



কবিতার খোঁজে

সোম©


যদি শুধু শব্দ কে নিয়ে কবিতা লেখা যেত

আশেপাশের আওয়াজ কান পেতে শোনা যেত

কতো অনুরাগ অভিমান যাদের কোন শব্দ হয় না

হয়তো আওয়াজ শোনা যায় কিন্তু লেখা যায়না

মনে সাড়া তোলে,  আবার মিলিয়ে যায়

যদি সত‍্যিই লেখার কথা ভাবায়.....


ফেরীওয়ালার হাঁক বা ঝগড়াটে কাক

পাশের বাড়ী শিশু আর তার মায়ের মিঠে ডাক

চড়ুইদের চড়ুইভাতি কিংবা বাচ্ছাদের স্কুলের ছুটি

পাড়ার আদুরে কুকুর নয়তো কেউ ছুঁড়েছে লাঠি

শব্দরা আসে শোনা যায় কিন্তু কবিতার খাতায়?

না মনে হয়....


খাতার পাতায় খসখস,  মোকাসিনে মসমস

নতুন শাড়ীর অগোছালো! ঠিকই আছে এইতো বেশ!

একলা ঘুঘু পাশের ছাদে, বিষন্ন দুপুর খোকা শুধু কাঁদে

পেন ধরা হাত অনাহুত স্মৃতি শব্দের রুপ খালি বাদ সাধে

এরকমই চলে শব্দ খোঁজা কবিতা কোথায় যায়না বোঝা

সিগারেট শেষ ঠোঁটেতে ছ‍্যাঁকা  কবিতা আসার রাস্তা খোঁজা


তবুও আসে অনাহুত যতো আওয়াজের নামে শব্দ

মন শুয়ে থাকে নুড়িপাথরের মতো জল বয়ে যায় অনবরত

শীতের দুপুরে মিঠে রোদ মেখে ইচ্ছে গুলো শুয়ে পড়ে থাকে

শালিখ দুটো একনাগাড়ে একে অন‍্যকে অবিরাম বকে

কবিতা আসেনা শুধু শব্দেরা আসে এক সাথে আলাদা

কোথাও হয়তো একটু রঙের ছেটা... বাকী সবই সাদা!


Photo credit Rightful owner

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু