বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সেই কথা

সেই কথা আজও মনে আসে, 
যখন তুমি আলোর খেলায় মত্ত ছিলে, 
মনে কী তোমার আছে? 
মনে মাঝে মাঝে তোমার স্বপ্নের কথা ব্যক্ত হয়, 
তুমি কী আমায় কোনোদিনও ভালোবেসেছিলে? 
তোমার কথা আজও মনে আসে, 
কিন্তু তোমার আর দেখা নেই 
যদি আকাশ ভেদ করে জল আসে, 
তাহলে চোখের জলের মতন তা এলাকা ভাসিয়ে দেবে
তোমার সেই কথা মনে আসে, 
যখন তুমি স্বপ্ন দেখিয়েছিলে, 
ব্যক্ত করেছিলে মনের কথা।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু