বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মানুষ

                 মানুষ

                   --- গোপাল চন্দ্র মন্ডল



পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষ

তাদের থাকে মান আর হুস।

কিছু থাকে মানুষ, কিছু থাকে অমানুষ।

কারা অমানুষ ? কারাই বা মানুষ ?


যারা করে অবহেলা দুস্থ দরিদ্রের,

যারা করে নিয়ে খেলা ভয়ঙ্কর মারণাস্ত্রের,

যারা মারে বুকে ঢেলা সুস্থ সমাজের,

তারাই অমানুষ।

কখনো আবার,

যারা করে মেলা অন্ধ কুসংস্কারের,

যারা ভাষায় নদীতে ফেলা রক্তাক্ত জনগণের,

যারা করে ছলা-কলা পবিত্র ধর্মের,

তারাই অমানুষ।

কখনো আবার,

যারা কাটে গলা নিজ মায়ের,

যারা ছোড়ে বুকে ফলা শান্ত বিশ্বের,

যারা পায়ে ছাঁটে মালা বিশুদ্ধ পুষ্পের,

তারা সকলেই অমানুষ।


আর মানুষ ? এরাই হলেন, যাঁরা

সর্বদাই মুখে সত্য বলেন,

অপরের দুঃখে মন দিলেন,

শান্তির চিন্তায় বিভোর হলেন,

পরিবেশ উন্নয়নের স্বার্থ ত্যাগীলেন,

স্বাধীনতার পতাকা বক্ষে ধরেন,

সত্যের সন্ধানে একাই চলেন,

বিজ্ঞানের সৎ ব্যবহার করেন,

শিক্ষার পবিত্র আলো চিত্তে ছড়ালেন,

যাঁরা সমাজের স্বার্থে জীবন দিলেন,

শেষে মানুষের স্মৃতিতে অমর হলেন।


মানবিকতায় মানুষের ধর্ম,

সমাজের ধ্বংসসাধন অমানুষের কর্ম।

মানুষ প্রেম করে,

অমানুষ খুন করে।

তাই  অমানুষের উপরে মানুষই সত্য

তাহার উপরে নাই,

বাক্ স্বাধীনতার জোরে আমি

এই শ্লোগান গাই।

                             

                        ​সমাপ্ত

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু