বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আমার ছেলে প্রেম করছে!

 

কী বললেন! আমার ছেলে প্রেম করছে?
করবেই তো, এই তো প্রেম করার বয়স।
এখন করবে না তো কী মশাই আপনার বয়েসে গিয়ে করবে নাকি?
প্রেম করছে করুক, শুধু দেখবেন বাড়াবাড়িটা যেন না হয়ে যায়।
বাড়াবাড়ি বলতে? ও আপনি বুঝে নিন।

কী বললেন? শারীরিক সম্পর্কও তৈরি হচ্ছে একটু আধটু?
সে হোক না মশাই, আপনার কী?
এই বয়েসে এরকম একটু আধটু শরীর গরম সকলেরই হয়।
আপনার হয়নি না আমার হয়নি? তা আমার ছেলের বেলাতেই যত দোষ?
কী! ওই মেয়েটার কী হবে! কী আবার হবে! এই সব বাজে মেয়ে মশাই, সুযোগ দিয়েছে তাই আমার ছেলে সুযোগ নিয়েছে। এতে আমার ছেলের দোষটা কোথায়? আমার ছেলে তো আর জোর করতে যায়নি। মেয়ে যদি এতই সতী লক্ষ্মী হত, তাহলে কি নিজেকে এমন মেলে দিত আমার ছেলের কাছে?
মেয়ে যে বাজে মেয়ে সে তো বোঝাই যাচ্ছে।

কী বললেন? ভালোবাসা? আরে রাখুন তো মশাই। এসব হচ্ছে উঠতি বয়সের মোহ। যা হচ্ছে হতে দিন। বাধা দিতে গেলেই বিপদ। আর তাছাড়া ছেলেটার কেরিয়ার গড়ায় মেয়েটা যখন এত সাহায্য করছে তখন খামোকা বাগড়া দিতে যাব কেন? দত্ত স্যারের টিউশনির নোটস থেকে শুরু করে পুনম ম্যাডামের মক টেস্ট- সবেতেই মেয়েটা খুব সাহায্য করছে শুনছি। এতে বাধা দেওয়ার কোনো মানে হয়? আর তাছাড়া যে ছেলে বেলা আটটার আগে ঘুম থেকে উঠত না, সে আজকাল প্রেমের চোটে ভোর ভোর ঘুম থেকে উঠে জগিং করতে যাচ্ছে, সময় মত খাওয়া দাওয়া করে পড়তে বসছে। এসব আবার বন্ধ করে?
শুধু দেখবেন বাড়াবাড়িটা যেন না হয়ে যায়।

প্রেম করছে যখন করুক না, ক্ষতি কিসের? ছেলের ওপর আমার অগাধ আস্থা। যত যাই হোক, ওই মেয়েকে ছেলে বিয়ে করবে না। বিয়ের প্রসঙ্গ তুললেই আমার একটা স্থির দৃষ্টিই প্রসঙ্গ পাল্টানোর জন্য যথেষ্ট। আমার ছেলের চরিত্র আমি একজন ভাস্কর্যের চেয়েও বেশি নিপুণতার সঙ্গে গড়েছি। আমার ইচ্ছেতেই ওর ইচ্ছে, আমার চাওয়া পাওয়াতেই ওর সব। আমার কথার ওপর কথা বলবে, সেই সাহস আমি ওকে কোনোদিনও দিইনি। তাই বিয়েটা তো ও আমার পছন্দ করা মেয়েকেই করবে। এর অন্যথা আমি হতে দেব না। ওই যে বললাম আমার স্থির দৃষ্টি আর তাতেও কাজ নাহলে আত্মহত্যার হুমকি। এতে বিলক্ষণ কাজ হবে। আমার ছেলের চরিত্র তো আমি নিজের হাতে গড়েছি। তার উত্থান পতন সবটুকু আমার নির্দেশে। আর নিজের ওপর অগাধ ভরসা আমার।

ওসব লোকের মেয়ে মরল না পাগল হল তাতে আমার কী! আবারও বলছি আমার ছেলের কোনো দোষ নেই। মেয়ে সুযোগ দিয়েছে তো আমার ছেলে নিয়েছে। এতে দোষ কোথায়? দোষ কারুর থাকলে তা ওই মেয়ের। যাইহোক, সে নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। আমি শুধু চাই আমার ছেলে যেন হয় দশ জনের একজন। আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, থাকে আমার আঁচলের তলে।

তাই বলছি, আমার ছেলে প্রেম করছে করুক না। ক্ষতি কিসের? শুধু দেখবেন বাড়াবাড়িটা যেন না হয়ে যায়। শুধু দেখবেন আমার ছেলেটা যেন কাপুরুষ থেকে পুরুষ না হয়ে যায়।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু