বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শুভর প্রথম জামাইষষ্ঠী

শুভর প্রথম জামাইষষ্ঠী

 কলমে- সোমা_ছবি_চক্রবর্তী

তারিখ- 26. 06. 2022 


শুভ অফিস থেকে ফিরতেই সুচেতা বলল- বাবা ফোনে বলেছে তোমাকে এবার জামাই ষষ্ঠীতে সাতদিনের ছুটি নিতে হবে। ছ'মাস হল আমাদের বিয়ে হয়েছে। অথচ অষ্টমঙ্গলার পরে সেই যে তোমার সাথে বেঙ্গালুরুতে এসেছি, আর তো বাপের বাড়িতে যাওয়াই হয় নি। 

    শুভ বলল-- সে তো একমাস দেরী আছে! সুচেতা বলল-- যাতে অফিসে আগাম ছুটির দরখাস্ত করতে পার তুমি, তাই বাবা আগেই বলে রাখল। 


জামাইষষ্ঠীর দিন সুচেতা শুভকে নিয়ে বাবার বাড়িতে ঢুকতেই শ্বশুর, শাশুড়ি, শালা সবাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়ির পোষা অ্যালসেশিয়ান কুকুর টাইগার প্রথমে সুচেতার গায়ে ঝাঁপিয়ে উঠে আদর করতে শুরু করল,সুচেতাও টাইগারের মাথায় হাত বুলিয়ে দিতে  লাগল। তারপর টাইগার অচেনা শুভর দিকে এগিয়ে এসে কিছুক্ষণ গায়ের গন্ধ শুঁকে চলে গেল। 


বিয়ের দিন এবং অষ্টমঙ্গলার সময়ে টাইগারকে একটা ঘেরা বারান্দা সংলগ্ন ঘরে আটকে রাখা হয়েছিল বলে শুভর টাইগারের সাথে পরিচিতি ঘটে নি। 


সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, খাওয়া- দাওয়া, হাসি- ঠাট্টা, হৈচৈয়ের মধ্যেই কাটল । দুপুরে  খাওয়ার পর শ্বশুর শুভকে বললেন-- বাবাজীবন, এবার তোমরা দু'জনে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। 


সুচেতা আর শুভ বিশ্রামের জন্য ঘরে ঢুকতেই টাইগার এসে ওদের ঘরের দরজার পর্দার বাইরে শুয়ে পড়ল। সারাদিন পরে সুচেতাকে কাছে পেয়ে শুভ বলল-- এত আদর যত্ন আর খাওয়াদাওয়াতে হাঁফিয়ে গেছি । এসো, শুয়ে পড়ি , বলেই সুচেতাকে জড়িয়ে ধরে আদর করতে যেতেই সুচেতার চার বছরের পোষ্য টাইগার শুভর ওপরে ঝাঁপিয়ে পড়ে পায়ে কামড়ে ধরল। টাইগার আসলে ভেবেছিল, তার প্রিয় সুচেতাকে শুভ বোধহয় আক্রমণ করছে।  


এরপর বিব্রত শ্বশুর, শাশুড়ি এবং শালা  কিছু প্রতিবেশীর সাহায্যে শুভকে ডাক্তারের কাছে নিয়ে ছুটলেন। সেখানেই আমার সুচেতার সাথে দেখা হল  এবং ঘটনাটা জেনেছিলাম। সুচেতা আমার স্কুলের বন্ধু ছিল। এরপর আমি বেশ কয়েকদিন শুভকে দেখতে গিয়েছিলাম। 


সাতদিন ধরেই চলল ওষুধ এবং বিশ্রাম। এছাড়াও র‌্যাবিপুর ইঞ্জেকশন ইত্যাদির ব্যবস্থাও। 

     এরমধ্যেই অবশ্য শুভর সাথে টাইগারের বেশ ভাবও হয়ে গেল বাড়ির সকলের প্রচেষ্টায়। শুভ হেসে সুচেতাকে বলল-- চিরদিন মনে থাকবে প্রথম জামাইষষ্ঠীর দিনের এরকম অভিজ্ঞতা।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু