বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

বিশ্ব মানবতা

সোনার জীবন তুচ্ছ করে উগ্রজাতীয়তা,

চায় জাগরণ বিশ্বজুড়ে বিশ্ব মানবতা।

হায়রে কত প্রাণের বলি বলশালীদের ত্রাসে,

দেশের মাটি রক্ষা করে জীবন দিয়ে শেষ।

কতনা প্রাণ ঝড়ছে তবু নেই মানুষের শান,

শান্তির বীজ বপন করে মানবতার গান।

বিশ্বভুবন জাগবে কখন মানুষ হবে কবে,

ক্ষমতালোভীর লোভের নেশা কখন বিলীন হবে।

দেশে দেশে হিংসা ছড়ায় ক্ষমতাশালী শাসক,

কিসের নেশায় মত্ত যেন নররূপী রক্তচোষক।

যুদ্ধ কবে থাকবে শুধু ইতিহাসের পাতায়,

সেনার রানি সেদিন যাবে প্রকৃত নিদ্রায়।

কয়েকদিনের কৃত্রিম সুখ আর সুখ্যাতির আশায়,

লক্ষ লক্ষ সজীব জীবন জড়ায় মারণ

নেশায়।

আশায় আছি হঠাৎ কবে পাল্টে যাবে সব,

মুখে মুখে শুনতে পাবো বিশ্বমানবতার রব।

থাকবেনা আর কোনো সীমা দেশ ও মহাদেশে,

ছোট-বড় ক্ষুদ্র-বৃহৎ যেন এক প্রাণেতে মেশে।

থাকবেনা আর কোন শাসক ও শোষিত সমাজে,

সাম্রাজ্যবাদ, উপনিবেশ বদলে যাবে কাজে।

গড়বে কবে গরিমাময় সেই বিশ্ব পরিবার,

শান্তির নীড় ধরতি মাতা হবে বাসযোগ্য সবার।










পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু