বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

গ্যাস বেলুন

গ্যাস বেলুন

সোহিনী  সামন্ত


মেয়েটির হাতে ছিল একটি টুকরো চিঠি,

গ্যাস বেলুনের সুতায় বেঁধে সেটি উড়িয়ে দেয়.....

অজানা পথের ঠিকানায় আকাশের মোহে  উড়ে চলে....

দিগন্ত পেরিয়ে বহু দূর দূরান্তে অলীক কল্পনার বহুদূর দেশে....

যখন প্রিয়জন হারিয়ে যায় তারাদের দেশে,

খবরের অন্তরালে চিঠি পাখা মেলে উড়ে যায়....

গ্যাস বেলুনকে  অবলম্বন করে অনুভূতির কেন্দ্রবিন্দুর  নিজস্ব জগৎতে ...

দুঃখের পরশে  ঢাকা যত স্মৃতির সাক্ষী থাকে আকাশের অনন্তহীন দীপশিখায়....

না বলা কথারা রোদের গা ছুঁয়ে চলে যায় বহুদূরে,  আহ্বান কেবল  মন কেমনের মোড়কে ঢাকা কিছু নিশুতি অন্ধকার....

যা  ডুকরে মরে স্মৃতিচারণের আবেগে...

যখন না বলা কথারা বুকে জমাট হয়ে যায়.. খালি অন্তর খুঁজে চলে প্রিয় মুহূর্তের  নিশানাহীন চাহিদা....



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু