বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আবার মধুসূদন হবো

মোরা প্রবাসীরা নতুন ক’রে মধুসূদন হবো,

লিখবো মধুর বাংলায় ‘মেঘনাদ বধ’ কাব্য।

রেবেকা ও হেনরিয়োটাকে বাংলা শেখাবো,

বাংলা কবিতা-উপন্যাস দিয়ে ঘর সাজাবো।

বাংলা ব’লতে লিখতে শিখবে পুরো পরিবার;

ভার নেবো প্রতিবেশীদেরও বাংলা শেখাবার

বাংলা বইয়ের ক’রবো নানা ভাষায় অনুবাদ,

সুযোগ থাক্ নিত্য-নতুন বাংলা বইয়ের স্বাদ।

বাংলা সাবটাইটেল হোক সব বিদেশী সিনেমার,

বাংলা সিনেমার হোক অন্য ভাষায়ও সম্প্রচার।

বাংলা পড়ানো হবে পৃথিবীর প্রতি বিশ্ববিদ্যালয়ে,

অধ্যাপনা করবো বিনা কোনো পয়সার বিনিময়ে।

নতুন অভিবাসীদের বাংলা শেখাবো বিনা পয়সায়,

বাংলা ছড়াবে মুখে মুখে আমাদের স্বেচ্ছা-সেবায়।

 

বিশ্বকবি লিখেছিলেন ফাল্গুনে, তেরোশো দুই-এর বৎসরে -

‘কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে?’

এখন চোদ্দশো আটাশে এখানে সিডনীতে, অস্ট্রেলিয়ায়,

বাংলায় ভাবতে, বা স্বপ্ন দেখতে অনেকেই লজ্জা পায়;

দু হাজার পঞ্চাশ সালের আগেই - হয়তো অবহেলায়,

বাংলাভাষা কেবল বাঁচিয়ে রাখা উঠবে হ’য়ে এক দায়।

২০১৭ সালে ইউনেসকোর বিচারে বাংলা মধুরতম ভাষা,

কিন্তু বাংলার বাইরে এই ভাষার বেঁচে থাকার কতটা আশা?

                      *****

বিশ্বের মধুরতম ভাষা: অন্যান্য প্রাণীদের তুলনায় মানুষের একটি উন্নত প্রজাতিতে বিবর্তন হওয়ার কারণ মানুষের বেশ কিছু উন্নত আবিষ্কার; তার মধ্যে একটি মানুষের যোগাযোগের মাধ্যম অর্থাৎ ভাষা।
আজ, সারা বিশ্বে ৬৫০০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। বছরের পর বছর ধরে ভাষাগুলি যথেষ্ট পরিবর্তিত হয়েছে; সেগুলি শুধুমাত্র তাদের স্থানীয় ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ নয়।
বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন পছন্দের ভাষা শেখার ঝোঁক। ব্যবসা ও বিজ্ঞানের কাজে ব্যবহৃত ভাষা সহজেই জনপ্রিয় হ’য়ে ওঠে।
 
বিশ্বের সেরা দশটি মিষ্টি ভাষা (2022)
1.    বাংলা Bengali
2.    স্পেনীয় Spanish
3.    ইতালীয় Italian
4.    ফারসি Persian
5.    সারাইকি Saraiki
6.    আরবি Arabic
7.    উর্দু Urdu
8.    আফ্রিকান Afrikaans
9.    পর্তুগীজ Portuguese
10.  ডাচ Dutch
                     *** সমাপ্ত ***

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু