বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভেবে দেখেছো কি

ভেবে দেখেছো কি

যত্রতত্র আবর্জনা, নাক ঢাকা রুমালে-,
          প্লাস্টিকের অহংকারে অতিষ্ঠ জীবন।
লজ্জায় মুখ ঢাকে পৃথিবী,
          ইহাই দেশের উন্নয়ন? 
          ভেবে দেখেছো কি?

চারিদিক হাহাকার-,
          ওঠে রব, এক ফোঁটা জল চাই।
শুকিয়েছে নদীনালা,
          হাহাকার কান্নায়, চোখেও জল নাই!

          ভেবে দেখেছো কি?

কাঠফাটা রোদ্দুর-,
           ঘরে ঘরে এসি হাসি।
বাইরে বেমানান আবহাওয়া,
          মনে মনে বেজায় খুশি।

         ভেবে দেখেছো কি?

নিশ্চয় অপচয় আনাজ সব্জি-,
        ক্ষুধায় কাতর প্রাণ।
ডাস্টবিন শোভা পায়,
         দান ধ্যানে নেই অপমান!

        ভেবে দেখেছো কি?

গল'ছে বরফ ভাগাভাগি দুই মেরু-,
         সাগরের বাঁধ ভাঙে এপারের।
সৈকতে গা ভাসিয়ে,
           লাঞ্চ'টা হবে সুনামির পরে।

          ভেবে দেখেছো কি?

ছটফট করে সুদূরের ওই জঙ্গল-,
           রক্তাক্ত ওদের দেহ মন।
কেটে সাফ,ঘরে ঘরে আসবাব,
           দম বন্ধের ইন্ধন।

           ভেবে দেখেছো কি?

রোগ ভোগে ছারখার-,
          অম্বল বুকের সম্বল।
বেলুনের মতো ফুলছে পেট,
          কোনটা আসল কোনটা নকল?

         ভেবে দেখেছো কি?

আরও চাই, আরও বেশি চাই,
          ভীত সন্ত্রস্ত মুদ্রাস্ফীতি।
রোজগার প্রতিকার,
           ভরে গেছে দুর্নীতি।

           ভেবে দেখেছো কি?

ঝগড়া ঝামেলা নিত্য অধিকার-,
            হানাহানি মারামারি চলে।
রোধ প্রতিরোধে জাগে ভয়,
            বাক্ স্বাধীনতার কথা বলে।

          ভেবে দেখেছো কি?

আচার-বিচার,অন্যায় অবিচার,
          ছারখার ঘর সংসার।
এভাবেই কি শেষ হবে?
          সভ্যতার অধিকার?

                                             [ভেবে দেখেছো কি] 


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু