বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শুভদিন

হতাম যদি সূর্য আমি,
জ্বলে উঠতাম সবার ঘরে।
আমার আলোর রোশনাই,
পৌঁছে যেত ঘরে ঘরে।
তেমনি যদি হতাম ভাই,
বড় বোন তাকেই চাই।
আমার সুখে হাসি চাই,
আমার দুঃখে ওকেই পাই।

হতাম যদি নদীর মাছ,
ডুব সাঁতরে দিতাম পাড়ি।
আমার খেলা দেখতো ওরা,
মজার খেলা লুকোচুরি।
তেমনি যদি থাকতো বোন,
আমার সাথে খেলতো রোজ।
পড়ে গেলেই কাঁদতো সে,
রোজ রাখবে আমার খোঁজ।

হতাম যদি বনের পাখি,
কিচিরমিচির রোজ সন্ধ্যায়।
বাসার খোঁজে ভুললে পথ,
ঝাঁকে উড়তাম এটাই উপায়।
তেমনি যদি হতাম ভাই,
বোনের সাথে স্কুলে যাই।
ভুলে গেলে নিজের টিফিন,
বোনের টিফিন ভাগে খাই।

বৃষ্টি ঝরে টাপুরটুপুর,
ভিজতে মানা শালিক চেঁচায়।
বাছুর ভেজে দুস্টুমিতে,
গাই গরুটা চটেছে বেজায়।
তেমনি যদি বিপদ ঘনায়,
খুঁজতে বেরোয় বোন যে আমায়।
বিপদ যদি বুঝতে পারে,
বন্ধু হতে দুহাত বাড়ায়।

প্রখর রোদে নাভিশ্বাস,
কাঠ ফাটে, জল ফোটে।
তৃষ্ণা মেটায় শীতল জল,
জলের আশায় মাথা ঠুকে।
তেমনি যদি বিপদ আসে,
বোন আগে ছুটে আসে।
আগলে রাখে সবার আগে,
নিরাপদে বেরিয়ে আসে।

বাদলা দিনে জল থইথই,
নেই কোনো কাজ আপন ঘরে।
ভিজছে শালিক, ভিজছে কাক,
উড়বে এবার দেশান্তরে।
এমনি দিনে আপন বোন,
খুনসুটি আর বিনোদন।
লুকোচুরি আর গানের ভেলা,
গাইবো মোরা ভাই ও বোন।

বিপদে ছোটে হরিণ ছানা,
হাসছে চিতা, হাসছে শেয়াল।
ওই যে দূরে মা হরিণ,
কান্না চোখে রাখছে খেয়াল।
বিপদে যদি মা ও বোন,
বুক চিতিয়ে আগলে রাখি।
মানুষ ও কখনো হয় পশু,
হুঙ্কারে মোর রক্ত আঁখি।

মন্ডা মিঠাই থালা ভরা,
মৌমাছি আজ গুনগুন গায়।
বনের মধু মৌ চাকে ওই,
বনেই এসব শোভা পায়।
ভাইয়ের হাতে রাখির সুতো,
অটুট থাকুক এ বন্ধন।
ভাই বোনেতে মহা মিলন,
এমন দিন দেখে ক'জন।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু