বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সুধাই তারে

আশাছিল মনে, খুঁজি প্রানপনে,
          এপথেই বুঝি, দেখা হবে দুজনে।
ভালোলাগা, ভালোবাসা,
           একনয় , একনয়, একনয়।
সুধাই তারে বারেবারে, নয় অভিনয়।।

রাঙামনে আঁকা, শোভিত জোড়াশাঁখা,
          চলতে চলতে পথে, মেঠোপথ আঁকাবাঁকা।
হয়তো স্বপ্ন তুমি, নয় ভালোবাসা,
         ভালোলাগা ভালোবাসা, একনয় একনয়।
ভালোলাগা মনে রয়, ভালোবাসা কথা কয়।।

দেখা হবে দুজনার, হবে মোর অধিকার,
          ভয় নাই ভয় নাই, স্বপ্নেই আসে বারেবার।
ললাট লিখন, কে করে খণ্ডন,
          ভালোবাসি তাই ভয়, তাই ভয়।
ওগো! হাসো, হাসো, নাইভয় নাইভয়।।

চমকেও চমক, দিওনা ধমক,
          মনে রবে, রবে নীরবে, শোভায় আলোক।
দেখো হাসিখানি, লাজুকরমণী,
          রাঙা হতেহতে, রঙিন স্বপ্ন।
চোখেচোখে নয়, নয় চোখেচোখে,মনেই মিলন।।

           থাকনা কথাকিছু গোপন।।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু