বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ফেরত

দেওয়ার তো কিছু নেই,
নেওয়া তো অনেক হলো।
ধরা ধামে কত ধার,
হিসেবটা করা হলো?

ভরা নদী বালুকায়,
নুড়ি-গুড়ি সম্পদ।
ধেয়ে এলো বেনেজল,
দেখোতো কেমন বিপদ।।

বন কেটে হাফ সাফ,
লুটে যায় সবুজ আঁচল।
খরা ঝেঁপে, পারদ মেপে,
হিসেবের সুফল-কুফল।।

নেওয়া তো অনেক হলো,
সর্বভুক সমুদ্র।
জলে খেলো কেমিক্যাল,
আমরা তবুও ভদ্র।।

এসি-মসি দ্রুতগতি,
ঘরেতে অগাধ সুখ।
ছেলেটা খুব ক্লান্ত,
দেখোতো তাহার মুখ।।

নেওয়া তো অনেক হলো,
মাটি-হাওয়া-জল।
বিলাসিতা এতই বেশি,
ভুগছি এখন ফল।।

মাটি যার মা হয়,
মায়েতে তো নাই ভয়।
মা'ই যদি নাই রয়,
মাটি কার পায়ে সয়?

পাহাড়েও প্রাণ আছে,
সুখে তাই মন নাচে।
ধুপধাপ নামে ধস,
হুঁস নেই, খাদান বস।।

আকাশটা ছিল নীল,
ছোটো থেকে তাই জানি।
দুষেছে ধুঁয়াধার,
তাতেই নাকানিচুবানি!!

নেওয়া তো অনেক হলো,
দেবেনা ফেরত কিছু।
দিতে তো হবেই তোমায়,
দেখো, দাবিদার নেয় পিছু।।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু