বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

চাকরির নিলাম

চাকরির নিলাম

                         ---   গোপাল চন্দ্র মন্ডল

(পড়ার আগে সকলকে অনুরোধ এখানে কোন রাজনীতির রং খোঁজার চেষ্টা করবেন না।🙏

এছাড়াও শিক্ষার প্রকৃত মানকে ছোট করা এই কবিতার উদ্দেশ্য নয়। কবিতাটা ব্যঙ্গাত্মক।)


এ যে এক যুগ এসেছে।

জনতা সব ফেঁসেছে।।

এতসব পড়াশোনা।

করেও আর লাভ হবে না।।

চাকরির বাজার দেখে।

জনতা চমকে ওঠে।।

বাজারের খোলা মাঠে।

চাকরি নিলামে ওঠে।।

পাড়ার ওই দুষ্টু ছেলে।

বছর দুই ছিল জেলে।।

টাকার ওই বাক্স এনে।

নিলামে চাকরি কেনে।।

দেখে সব গরিবের দল।

বলে যে হচ্ছে এ ছল।।

আগের সব গুপ্ত ছিল।

অনেকটা স্বচ্ছ ছিল।।

কিন্তু এখন এসব।

ওপেন টু ওপেন হিসাব।।

চাকরির বিজ্ঞাপনে।

দালালে নিলাম আনে।।

যে দেবে যত বেশি।

দালালে তত খুশি।।

বাজারের মাঝখানেতে।

দালাল ওই ছাতার নিচে।।

চাকরির লিস্টটি নিয়ে।

দর দাম বসিয়ে দিয়ে।।

ধনীরা পয়সা দিলো।

বদলে চাকরি নিল।।

গরিবের ভালো ছেলে।

ডিগ্রী দাও জলে ফেলে।।

এসবের কাজ নেই আর।

চাকরি নয় যে সবার।।

চায় আজ মোটা টাকা।

গরিবের পকেট ফাঁকা।।

যা হলো ভালোই হল।

ধনীরাই ধনী হল।।


সমাপ্ত


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু