বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

পুরুষ দিবস

স্বামীর সাথে সৃজার বিচ্ছেদ হয়েছে আজ দু-বছর, তবে মেয়েটা লড়েছিল। তাই-তো আজ‌ও স্বামির খোরপোশ এর টাকায় বসে পায়ের উপর পা তুলে বাঁচতে পারে। সৃজা মনে মনে জানে, আসলে তার স্বামী খারাপ ছিলনা। তার উচ্চাকাঙ্ক্ষাটাই তাকে সংসার করতে দিলনা। অথচ, কিছু করার নেই। আইন যখন আছে, তখন আইনের সুবিধা নিতেই হবে। সেই সৃজা‌ও আজকে 'পুরুষ দিবসে' একটা বেশ বড় ধরনের পোস্ট নামিয়েছে। 1k লাইক আর 189 টা কমেন্ট অলরেডি হয়ে গেছে। সৃজা দারুন খুশি এখন। 


সেদিন শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়েছিল তৃনার। তখনই সে ফোন করেছিল স্বামীকে। স্বামী তখন অফিসের কাজে ব্যস্ত। তৃনা বলেছিল "এখুনি বাড়ি এসে একটা হেস্তনেস্ত না করলে সে বাড়ি ছেড়ে চলে যাবে।" তৃনার স্বামী সেদিন আর ফেরেনি। হন্তদন্ত হয়ে রাস্তা পেরোতে গিয়ে একটা লড়ি পিষে দিয়েছিল তাকে। তৃনার এখন নতুন সংসার, ভালোই আছে মেয়েটা। সেও আজকে 'পুরুষ দিবসে' বেশ বড় একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। হাজার হাজার লাইক কমেন্টের বন্যাও বয়েছে সেই পোস্টে। 


নম্রতা জেদ করে তিনদিন বাবার সাথে কথা বলেনি। কারণ, তার একটা নতুন আইফোন চাই। বাবাটা একেবারেই কৃপণ। কিছু‌ই দিতে চায় না। সেও আজ 'পুরুষ দিবসে' পোস্ট দিয়েছে ফেসবুকে। 


সর্বানীর যখন নতুন একটা ছেলেকে ভালো লেগে গেল, তখন‌ সে তার বর্তমান প্রেমিককে ইগনোর করতে শুরু করল। একদিন রাতে তার প্রেমিক তাকে ফোন‌ করে খুব কাঁদল, কিন্তু তাতেও যখন‌ তার মন‌ গলল না, ছেলেটা সিলিং ফ্যান এ ঝুলে গেল। সর্বানীর রাস্তা পরিষ্কার হল। সেও আজ 'পুরুষ দিবসে' অনেক কিছুই লিখেছে দেখলাম।


এবার আমাদের দেশের কয়েকটা পরিসংখ্যান দেখুন।


১. ভারতে প্রতিবছর ৯৮ হাজার পুরুষ আত্মহত্যা করে বৈবাহিক সমস্যার জেরে। যেটা নারীদের তুলনায় প্রায় তিনগুণ।

২. ভারতে দায়ের হ‌ওয়া ধর্ষন মামলার ৭১ শতাংশ মিথ্যা। ( কিছু জানোয়ার আছে জানি, তারাই ওই ২৯ শতাংশ)

৩. ভারতের দায়ের হ‌ওয়া বধূ নির্যাতন মামলার ৮০ শতাংশ মিথ্যা, ভিত্তিহীন। 


আরও অনেক আছে বটে, তবে সেগুলো থাক।‌ একটাই কথা বলার, পুরুষকে যেদিন মন থেকে সম্মান করতে পারবেন, সেদিন ভারতে প্রকৃত পুরুষ দিবস পালিত হবে; তার আগে নয়। 


তবে হ্যাঁ, সব পুরুষ ধোঁয়া তুলশিপাতা নয়, যেমন সব নারীও নয় ; ঠিক তেমনিই। 


ভালো থাকবেন। পুরুষ দিবসের শুভেচ্ছা ❤️


( কাস্তে কুড়ুল নিয়ে তেড়ে আসার আগে পড়বেন ভালো করে। আর আপনাদের ভুয়ো চিৎকারে সত্যিটা যদিও বদলে যাবে না)

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু