বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মেরী খ্রিষ্টমাস

জন্মালে যে আস্তাবলে, আলো করে মেরীর কোলে;
      ইহুদিদের অত্যাচারের যত মানুষ ছিল,
   উপহারের ডালা নিয়ে দেখতে তোমায় এল।।
    জানতো তুমি জন্মেছ যে একটি মহাপ্রাণ,
    অত্যাচারের কবল থেকে করবে পরিত্রাণ।।
     অত্যাচারের বিপরীতে মধুর বাণী দিলে,
    সক্কলকে এতেই তুমি আপন করে নিলে।।
     নামটি তোমার পবিত্র যে যিশুখ্রীস্ট ভগবান, 
এত পাপীর মাঝেও তোমার কমেনিকো মান।।
যদিও তোমায় পেরেক দিয়ে বিঁধল পাপীর দল,
     তবুও তোমার মধুর বাণী এখনও অটল।।
বললে, ক্ষমা ধর্ম আমার,আমি পরম পিতার দাস,
তাই তোমার নামে মানাই আমরা "মেরী-খ্রিষ্টমাস"।।

কলমেঃ- চন্দ্রানী চক্রবর্তী (ঝিলিক মৌলি)




পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু