বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ছোটবেলা

চড়-চাপ্পড়, কানমোলা আর শাষনেতে কাটছে বেলা,

দুষ্টু-মিষ্টি সেটাই হল সবার প্রিয় ছোটবেলা।

সহজপাঠের অ-আ-ক-খ, রান্নাবাটি বিকেলবেলা,

স্মৃতিমধুর সেই আমাদের সবার প্রিয় ছোটবেলা।

দুপুরবেলা আচার চুরি, হুড়োহুড়ি বিকেলবেলা, 

সেইতো হল পরিচিত সবার প্রিয় ছোটবেলা।

মা ঘুমালে দুপুরবেলা চুপিসারে খেলতে যাওয়া,

টিনবাক্স,শোনপাঁপড়ি, ফেরিওয়ালার পথ চাওয়া।

গরমকালের ছুটি-ছুটি, হাতের লেখা, ঘামাচি,

ছেলেবেলার ইকির-মিকির,কুমির-ডাঙা,কানামাছি।

রবিবারের সকাল শুরু শক্তিমান আর চন্দ্রকান্তা,

ড্রয়িংক্লাস, মাংসভাত  দিনগুলো সব খুশির রাংতা।

ডাকলো কোকিল গাছের ডালে, বুকের মধ্যে দুরুদুরু,

ছেলেবেলা, অ্যালার্ম ঘড়ি, পরীক্ষার হল শুরু।

হাফ-ইয়ার্লি, মিড-ইয়ার্লি, অ্যানুয়ালের পরে,

ছেলেবেলার সরল মাথা স্বস্তিশ্বাস ছাড়ে।

হল্লাহাটি, খেলাধূলা, বেলা-অবেলা,

খুনসুঁটিতে মনমাতানো সবার ছেলেবেলা।

শরৎকালের আকাশেতে সাদা নকশা-কাটা, 

পেঁজাতুলো, পুজোর ছুটি, মস্ত কেনাকাটা।

ঢাকের আওয়াজ,গানের চোঙা, কানটা ঝালাপালা,

রং-বেরঙের রোশনাইতে সাজানো ছোটবেলা।

কালিপুজো,পটকাবাজি, সলতে দিয়ে পিদিমবাতি,

সুতির জামা, তুবড়িবাজি, রং-বেরঙের মোমের বাতি।

ভাইয়ের-ফোঁটা, মামার-বাড়ি, ভুঁড়িভোজে ঝরছে লালা,

মাতাল করা চটপট হয় সবার প্রিয় ছোটবেলা।

শীতের ছোঁয়া, ফ্যানের জামা, লেপ-কম্বল রোদ,

খেজুর-রস, ছাঁচের-পিঠে, নলেনগুড়ের বারুদ।

দোকানেতে লম্বা লাইন, চাই বোরোলিন আর তুহিনা,

বদলেছে আজ ছোটবেলা, কিন্তু এমন বদল তো চাই না।

 রং-পেনসিল, আমপাচক আর পাঁপড় ভাজা, নাগরদোলা,

আকাশবাণী, দূরদর্শন, মায়ায় মোড়া ছোটবেলা।

চৈত্রসেলের ছাড়ের বাজার, বেজায় সরগরম, 

ন্যাড়াপোড়া, পিচকারী আর হালখাতার আদর।

এমনি করেই সোহাগ-শাষন, স্মৃতির গাঁথা মালা,

মনের মণিকোঠায় যত্নে থাকুক সেই হারানো ছোটবেলা।। 

 

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু