বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

নারী

ঘর-গেরস্ত, মায়াকাজল, প্রাণের বুলি, জীবনের প্রতিটি অধ্যায় ছুঁয়ে যায় তোমাকে। বিদেশী অক্ষরের মতো উদ্ধার না হওয়া অন্ধকারের প্রতিটি কোণে, তুমি ভোরের রূপকথাদের একে একে জন্ম দাও। এটাই তোমার বৈশিষ্ট্য। তোমাকে ছুঁয়ে যে শিক্ষার সূচনা হয়, তোমাকে জড়িয়ে জীবনের যে ইতিবৃত্ত রচিত হয় - তাকে যে বা যারা অস্বীকার করে এসেছে, ইতিহাস সাক্ষী আছে, তারা সবাই সময়ের মশলাদানিতে বন্দি হয়ে থেকে গেছে চিরকাল।


কখনো তুমি কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো বান্ধবী আবার কখনো তুমি মা। রোজ রোজ একটু একটু করে কেটে কেটে নিজেকে ছড়িয়ে দিই - তোমার স্বত্বায়। আর এভাবেই তোমার পেতে রাখা ছায়ামায়াভালোবাসা পথে হাঁটতে হাঁটতে একটু একটু করে বড় হয়ে উঠি আমরা।


তোমাকে সেলাম। 


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু