বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

পিছু ডাক

কী যেন আমায় আজও পিছু ডাকে

ডেকে শোনায় আলোময় দিনগুলোর গল্প,

দিগন্ত জুড়ে কত শত রঙিন প্রজাপতি-

স্বপ্ন মেখে উড়ে বেড়ায় আমার মনের অন্দরে,

তখন আমি জড়িয়ে পড়ি পিছুটানের মায়ায়

মন যে আরও একবার ফিরে যেতে চায়,

শৈশবের গন্ধমাখা কোনও এক রূপকথার বাঁকে।

কী যেন আমায় আজও পিছু ডাকে...


ধুলো-কাদামাখা সেই দিনগুলোর উঠোন জুড়ে

খেলে বেড়াত এক আকাশ রামধনুর আলো,

বিকেলগুলো ছিল তখন মনবিলাসী আজান

গোধূলির ডাকে পৃথিবীতে আঁধার নামত,

দলে দলে পাখিরা ফিরে যেত নিজ নিজ বাসায়,

আমিও বিদায় জানাতাম সবুজ মাঠটাকে।

ওরা যে আমায় আজও পিছু ডাকে...

স্মৃতির রঙ দিয়ে যেন শৈশবের ছবি আঁকে!

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু