বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

চুপিসারে

আকাশ যখন বৃষ্টি আঁকে 

জমাট বাঁধা ঘরে, 

জানলাটাকে খোলা রেখো

সারাটা দিনের পরে। 


কিচিরমিচির শব্দ যখন 

সরলরেখায় হাঁটে, 

মনখারাপি কাজল মেখে

নাইতে নামে ঘাটে। 


উদাস বাউল পথ হারিয়ে 

তোমায় ভালবাসে, 

সময় পেলেই নিয়ম করে

মনখারাপি আসে। 


তোমায় ছোঁয়া বিকেলগুলো 

আঁধার হয়ে কাঁদে, 

সুখের বাতাস একলা আছে

চোখভাঙা অবসাদে।


তবুও যখন মেঘলা দিনে 

তোমায় মনে পড়ে, 

আবেগগুলো হালকা হয়ে 

জড়ায় চুপিসারে। 

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু