বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আবার যদি আসি ফিরে

          আবার যদি আসি ফিরে

                          ধরণীর এই বক্ষ নীড়ে

          দেখবো হেথায় নতুন কিছু

                           যুগের তালে তালে।


          সেদিন ভুবন নতুন সাজে

                ‌          দেখব নতুন বাদ্য বাজে

           নতুন মানুষ নতুন কাজে

                           মিলবে নতুন পথে।


           জাগবে উঠে সবুজ জাতক

                         ফুটবে রঙিন পুষ্প কতক

           নতুন ঢেউয়ে বইবে বাতাস

                         রোদের ঝিলিক পেয়ে।


           হয়তো সেদিন সভ্য মানুষ

                           গড়বে কিছু দিব্য ধনুশ

           প্রকৃতির এই মূর্তিটাকে

                             বদলে দেবে শেষে।


                            সমাপ্ত



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু