বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শীততাপ নিয়ন্ত্রিত

এক ছাতার নীচে, মৃদু বৃষ্টিতে ভিজে, প্রেমের সে আনন্দ আজ ধূলিসাৎ;

বড় ছাতার খোঁজে, মানুষকে ভুলেছি যে, প্রেমের যাদু করেনা উৎপাত।

নিশ্চিন্ত আরামের ভোজ- বিহ্বল ক’রে রাখে রোজ, রোদ-বৃষ্টি সদা অনাহুত;

ঝড়-বৃষ্টির পূর্ব্বাভাষ, উচ্ছ্বাসের নেই অবকাশ; সারাজীবন শীততাপ নিয়ন্ত্রিত।

লাভ-ক্ষতির অঙ্ক কষে, প্রেমের আবেগ রাখি বশে; বাঁধ দিয়ে রুখি বৃষ্টি-বন্যা;

ভাঙুক বাঁধ স্বপ্নের ঘোরে; বূষ্টিভেজা প্রেমের ডোরে, হবো অনন্য, তুমি অনন্যা।

উঠুক এক ভীষণ ঝড়; দূর হোক্ যত ভয়-ডর; ভালবাসি এই ভয়ানক হতচ্ছাড়া বৃষ্টি;

প্রকৃতি তোমারে ক’রিনা ভয়; প্রেমের জোরে ক’রবো জয়; আঁকড়ে ধরি যত অনাসৃষ্টি।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু