বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

নাম নেই

*************নাম নেই**************

একমুঠো ফুটেছিল জুঁই ঝরেই গেছে কবে,

দোয়েল পাখি বললো দেখে এবার আসি তবে?

অন্ধকারের কুরে খাওয়া একটু আলোর আভাস,

এক ফুঁয়েতেই মুছলো এখন কালোর পৌষমাস।

রামধনুর রং নিয়ে খেলতে গেলাম হোলি,

বন্যার ঢেউ কাড়লো রাগে ফাগের ভরা থালি।

সাথে ছিল বৃষ্টি কি?না না অনেক আগের কথা,

বৃষ্টি ভুলেছে ঠিকানা আমার, ব্যাথার রূপকথা।

ঘাসের শিশিরে মুখ ডুবিয়ে স্নিগ্ধতা খুঁজি আমি,

চোখের কিনারা মেশায় তাতে আনমনা পাগলামি।

আমার ' আমি ' হারিয়েছে কবে চেনা শহরটাতেই,

খুঁজে বেড়াই তবু তাকে মনের ব্যালকনিতেই।

একদিনের মুক্তোর আজ নুড়ি পাথরের দাম,

ভাবি পৃথিবী নামহীন না আমার অনেক নাম?

আগে অবাক হতাম না তো দেখে রজনীগন্ধা,

এখন হই;ধোঁয়া যে নামায় দুপুর জুড়েও সন্ধ্যা।

মরুভূমিতেই ক্লান্ত বালিতে আল্পনা এঁকে যাই,

নদীর জল যে গভীর বড়ো পা যদি না পাই?

স্বপ্ন দেখে তবু পোড়া চোখ মেঘলা দিনের আসার,

খরার আগুন নিভিয়ে দিয়ে শ্রাবণধারায় ভাসার,

সভ্যতা কি নেই গো বেঁচে?

মৃত্যু হলো অপেক্ষার?

নাকি আজও মাটির বুকে,

বন্দী হয়ে অল্প সুখে,

লুকিয়ে বীজ ভালোবাসার?

সেই প্রাণেরও দিন কি কাটে,

অনুভবে শিকল এঁটে,

ভিড়ের মাঝে একলা খুবই

আলোর প্রতীক্ষাতে?

নাকি সেও সবার মত,

গুণতে গিয়ে ঢেউ যে কত,

করলো আশার ভরাডুবি,

প্রতিশ্রুতির বানভাসিতে?


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু