বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

রঙের উৎসব

       ধূসর জীবন নানা রঙে উঠুক রঙিন হয়ে,

        মতান্তর যতই থাকুক, মনান্তর না হয়৷

     ভুলে ভেদাভেদ উৎসবে মাতি মানুষের পরিচয়ে৷

  জীবনের রঙ মুছে গেছে যার দুর্বিপাকে বা ভয়ে—

   সময় আসুক ফিরে, হোক প্রত্যয় অক্ষয়৷

   উৎসবের রঙ লাগুক মননে আর চেতনে,  

মানবিক রঙ হোক লালিত অন্তরে বহু যতনে৷                    

                

                

                 

                


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু