বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

কথা ছিল

হাত বাড়ালে গল্প ছিল,

গল্প ছিল অনেক-

আগেও ছিল, পরেও ছিল,

কিন্তু -

হয়তো থেকেই যাবে।

একবার স্পর্শ করবো হাত,

তারপর কবিতার খাতা ছুঁড়ে ফেলে দেবো,

সাতসাগরের ঘূর্ণিমালায়।

তোমায় পেলে লিখবো কেন?

লেখায় তোমায় বাঁধবো কেন?

খোঁজার শেষে খুঁজবো কেন?

বসে আছি তাই -

সূর্যের পাশে হেঁটেছিলাম,

দিন তবু ফুরায় নি -

চাঁদের বৃষ্টিতে ভিজেছিলাম,

রাত কিন্তু তখনো আসেনি -

মেঘের আদর মেখে ভেসেছিলাম,

ঢেউয়ের চাদর তবুও সরেনি।

তুমি সামনে আসতে পারতে,

ভ্রমন শেষে বসতে পারতে কাছে,

কিছু স্তব্ধতা ভেঙে শুরু হতো দিন।

একটা যুগ শুরু হতো জানো,

হয়নি -

আমি আশায় ছিলাম,

আসোনি -

কিছু প্রেম না মেলাই ভালো,

নাহলে শব্দের মিলনও হারিয়ে যাবে।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু