বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

ভালো থেকো

ভালো থেকো


সংযুক্তা ব্যানার্জী চক্রবর্তী


জানালা দিয়ে রোদ এসে ভাসিয়ে দিচ্ছে আমার বিছানাটা,

প্রতি গ্রীষ্মের ছবি এটা।

পশ্চিমের রোদ আমার ঘরের দেয়াল বিছানা পোড়াতে থাকে অরুণ আলো না ডোবা অবধি,

অসহ্য গরমে আমি মাদুর বিছাই মেঝে জুড়ে।


না, এবার আমি বিছানাতেই বসে আছি,

দুচোখ ভরে দেখছি নির্মল আকাশ আর শ্বাস নিচ্ছি ধোঁয়া হীন বাতাসে।


ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, তাইতো তোমায় দেখি মুগ্ধ নয়নে।

ভালো থেকো পৃথিবী, তোমার মত করে, তোমার প্রিয়দের নিয়ে।

ভালো থেকো।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু