বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

প্রত্যাশা


যদি তুমি স্বপ্ন হতে,

রুদ্ধ চোখে বৃদ্ধ হতাম।


যদি তুমি আকাশ হতে,

তারা হয়ে দিক সাজাতাম।


যদি তুমি আগুন হতে,

তোমার মাঝে ঝাঁপ লাগাতাম।


যদি তুমি গোলাপ হতে,

কাঁটার সাজে বর্ম দিতাম।


যদি তুমি কষ্ট হতে,

দুঃখ হয়ে হারিয়ে যেতাম।


যদি তুমি কাব্য হতে,

কবি হয়ে জন্ম নিতাম।


যদি তুমি কফিন হতে,

মাটির নিচে ঘর বানাতাম।


কেন তুমি মানুষ হলে?

আমি প্রেমিক হয়ে পথ হারালাম।।


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু