বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

দারিদ্র জীবন

সত্যিইতো জীবনটা কেটে গেল ট্রাফিক জ্যামে।

একটাই জীবন পেলাম তবু লাগাতে পারলামনা কনো ভালো কামে।

শুধু করি ঋণ, অভাবের জীবনে।

কেটে যাই দিন ঝুলন্ত বাসে, মানুষ ঠাসা ট্রেনে।

সত্যিই কি জীবনটা পড়েছে রাস্তার নোংরা ড্রেনে?

যদি তোলা যেত জীবনের বোঝা কোনো মালবাহী ক্রেনে।

তাহলে বাবুদের মতো বসতে পারতাম স্বপ্নের প্লেনে।

এইভাবে চলছে কেটে -কুটে দারিদ্র জীবন।

বার বার  গরি এক ভাঙা মন।

ফসল পারিনা তুলতে, এদিকে সারাদিন করি চাষ।

নেই তো বাঁশের অভাব, আমি শিক্ষিত সমাজে এক জীবন্ত লাশ।

কুঁড়ে কুঁড়ে খাই, শহরের জীবন কোলাহলে।

ভোগ বিলাসের জীবন সবার, আমি অন্তরালে।

এভাবেই স্বপ্ন দেখে শেষ নিঃশাস যাবে, আবর্জনার আস্তাবলে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু