বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মহান ভারত

আজ কোন মহাসাগরের মহাপ্রলয়ের বলে

রেখে দেব দেহ তোমারি তলে।

নিসংকোচ, নির্ভয়ে শত দেশ ফিরিয়ে

আজ রক্তিম রজনী যাপনে

শুধু রেখে দেব ভারতমায়ের নাম, মনের গহনে।

আশ্রয় চাইবো তোমার চরণতলে।

এই মহামানবের সাগরকূলে

ভারতমহান, ভুবন মহাকালে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু