বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আমি ক্ষুদ্র বোম সুবোধ চন্দ্র পাল

আমি একটা ক্ষুদ্র জিনিস

তবু তোরা সাবধানেতেই আমায় রাখিস।

জানিসতো আমার আমার রূপ কত ভয়ঙ্কর

তবু আমাকে কেন তৈরী করিস?

জানিস অনেক অনেক তৈরী করছে গোপনে।

আমার শক্তির নিদর্শন পেয়েছিস জাপানে।

কত শহর, নগর সব কিছু করতে পারি ধ্বংস।

বিকলঙ্ক করতে পারি তোদের পরবর্তী বংশ।


কত চোখ কান্নায় জলে ভেজে।

কত ভালোবাসার দুটি হৃদয়, যত্নে ভালোবেসে কাছে এসেছিলো তাদেরকে  করেছি ক্ষত-বিক্ষত।

এখনও সাবধান হয়ে যা, আমাকে করিসনি মজুত।

নয়তো ধ্বংস হয়ে যাবে মানবজাতি।

নিভে যাবে পৃথিবীর সব প্রাণের বাতি।

আমি মানুষের ঘুম কেড়েছি, বানিয়েছি হাড় দিয়ে মৃত্যুর পাহাড়।

এতে কি আমার কোনো দোষ আছে?

দোষ তো ওই ক্ষমতালোভী, স্বার্থলোভী মানুষরূপী পিশাচদের, যারা ব্যাস্ত পৃথিবীর ক্ষমতা কায়েমে।


একদিন এই পাপের জগৎ থাকবেনা আর, তৈরী হবে নতুন পৃথিবী, সেদিনও বোধহয় সূর্য পূর্ব দিকে উঠবে।

​থাকবেনা মানুষে -মানুষে হানাহানি, মারামারি শুধু ভালোবাসা দিয়ে বাঁধবে বন্ধনে।

​সেদিন পৃথিবী সৃষ্টির অপরূপ সৌন্দর্যে

​সব মন প্রানবন্ত আকাশে,

​ওই দূরের নীলিমায় মিশে একাকার হবে।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু