বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

স্বপ্নের মাঝে বাস্তব সুবোধ চন্দ্র পাল

যা স্বপ্নে দেখে, তার শতগুন ভাবে

যাই ভেসে-ভেসে পরীদের দেশে।

সকালবেলায় উঠে, কাঠকুড়াবার লাগি।

ছেলে হয় তার ভাগি।

মার পিছনে যাই, যা পাই কুড়িয়ে নেয়।

বাজারে নিয়ে বিক্রি করে চাল, নুন, তেল কিনে আনে।

সংসারে দারিদ্র, লেগে আছে সর্বত্র।

মনে কত আশা পরিণত হবো না তো নিরাশায়!

দারিদ্র ভরা সংসারে, মনে কত প্রতিজ্ঞা করে।

অভাব একদিন ঠিক ঘুচাবে।

কত বেলা, কত রাত বয়ে যাই

অভাব তবু রয়ে যাই।


একদা একপরি আসে নিয়ে যাই তার দেশে।

তার স্বপ্নের রাজকুমারীর মতো।

দুই -তিন বছর পরে, অবশেষে আসে ফিরে

সোনা -দানা ভোরে।

নিজের প্রতিজ্ঞা রক্ষা করে।

ঘুচাইবে অভাব এবার তার সংসারে।


গিয়ে দেখে সব ছিন্ন -ভিন্ন শুধু আছে মৃত্যুর চিহ্ন।

গ্রামে হয়েছে মহামারী, শুধু কঙ্কালের পরিপূর্ণ।

এমন সময় ছেলের নাম ধরে ডাকে মা

ওঠ বাছা ঘুম থেকে ওঠ।

ঘুম থেকে উঠে, হাটু মুড়ে বসে

ভাবে যার জন্যে এই সংসার

সে দেবে না তো, আমার রেখে পাড়ি।



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু