বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

আলগা পিরিত সুবোধ চন্দ্র পাল

টিপ -টিপ বৃষ্টি পরে

মনের মাঝে পিরিত জাগে।

গাছের পাতা শুধুই নড়ে।

ভাসছি শুধু অভিমানে।

মনের মানুষই কোথায় রবে

যে হারিয়ে গেছে তার ঠিকানা আজ কোথায় পাবে?

আলগা পিরিত হারিয়ে যাবে।


সন্ধ্যা -সাঁঝে বুঁকের মাঝে

আঘাত গুলো তোমায় খোঁজে

গর্ত শুধুই হৃদয় খাঁজে।

চোখের জলে বৃষ্টি ভেজে।



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু