বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

সে হাত তুমি ছেড়ো নাকো সুবোধ চন্দ্র পাল

কথা দেয়া যাক রেখে হাতে -হাত।

এইভাবে খুজবে একদিন কালোরাত।

যে হাতের ছোঁয়ায়, আদরে

বেকারত্বের যন্ত্রনা মুছে দেয়,

বেঁচে থাকার স্বপ্ন দেখায়

সে হাত তুমি ছেড়ো নাকো।


যে হাত আমাকে তোমার অনেক কাছে নিয়েছিল টেনে,

তামাকের নেশা, মাদকের নেশা থেকে তোমার নেশার বানে,

আজ সে ভালোবাসা সবাই জানে।

সে হাত তুমি ছেড়ো নাকো।


যে হাতে অনেক সূর্যকিরণ লেগে আছে।

অনেক শক্তিশালী করেছিল আমাদের মধ্যে বন্ধন।

যে হাত অনেকটা বিপদ সংকুল রাস্তা চলে এসেছি, জীবনে সারাজীবন পাশে থাকার সাক্ষী দিয়েছে।

সে হাত তুমি ছেড়ো নাকো।


যে হাতের ছোঁয়ায় আমার কপালের

ঘাম মুছে দিত,

সে হাতের জড়িয়ে রেখে বৃষ্টিতে ভিজতাম।

খোলা জানলা জোনাকির আনাগোনা,

আর তোমায় নিয়ে কত স্বপ্ন বোনা।

তাই তুমি সে হাত ছেড়ো নাকো।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু