বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

অধ্যায়- ১

আজকের দিনে


_আমাদের গল্পগুলো


অল্প সময় ঘর পাতালো


তারপর পথ হারালো


তোমায় আমায় নিয়ে...




ফোনটা কেটে যাওয়ার ঠিক আগে মুহূর্তে প্রায় লাফ দিয়ে ফোনটা ধরলাম। আসলে স্নান করতে গিয়েছিলাম। এমনিতে পাঁচ মিনিটে স্নান সারি, আজকে বাইরে বেরোনোর আছে তাই আধঘন্টা ধরে নিজেকে ভাল করে সাফ সুতরো করছিলাম। এখনও চুল থেকে টপটপ করে জল পড়ছে। তবে সেদিকে ভ্রূক্ষেপ না করেই ফোনটা ধরলাম। ফোন করছে আমার বান্ধবী বাণী। 



--- হ্যালো, জিগি

---- হ্যালো, তোর কথা কেটে যাচ্ছে বাণী।

--- শোন না জিগি, তোকে একটা কথা বলার রয়েছে। আসলে...

--- কথা? হ্যাঁ হ্যাঁ, কথা মত পৌঁছে যাব বীরেন্দ্র মোড়ে, তুই পিক আপ করে নিস।

--- জিগি শোন, জিগি...

---- হ্যাঁ হ্যাঁ, আমি সময় মত পৌঁছে যাব। চাপ নিস না। 



ফোনটা কেটে দিয়ে চুল মুছতে লাগলাম। একটু আগে যেটা হল সেটা নতুন কিছু নয়। আমার ফোনটা প্রায় বছর পাঁচ সাতের পুরোনো। আর চলতে চাইছে না। এই মডেল তৈরী হওয়া বন্ধ হয়ে গিয়েছে তাই দোকানেও সারাতে পারছে না। এই ফোন নিয়ে আমি ফি মাসে একবার করে দোকানের চক্কর কাটি। দোকানের দাদা সাময়িক ঠিকঠাক করে দেন। এখন তো আমি আর আমার ফোন ওনার অতি পরিচিত হয়ে গিয়েছে। এবার আপনাদে

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু