বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

তৃতীয় পক্ষ

রক্তের সম্পর্কের থেকেও অনেক মূল্যবান ও পবিত্র হলো ভালোবাসার সম্পর্ক , সবাই সেটা অনুধাবন করতে পারে না, ওটা ভেতর থেকে বুঝতে হয়।।

কেউ কেউ অকৃত্রিম ভালোবাসা পেয়েও সেই মানুষটাকে বারবার অবহেলা করে।।

কেউ কেউ ভালোবাসার মানুষের কাছে পৌঁছাতে না পেরে অন্য তীরে তরী ভেরায়।।

"তৃতীয় পক্ষে" থাকা মানুষগুলো ভালোবাসবে, পাশে দাঁড়াবে, তারপর সব অপবাদের অভিযোগ মাথায় নিয়ে ভেতরে কাঁদবে, তারপর ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দেবে।।

আসলে, স্বার্থপরতার পুরস্কার না বোঝা আবেগ  আর পড়ে পাওয়া চোদ্দো আনা ভালোবাসা ।।

নিঃস্বার্থ হওয়ার শাস্তি অবহেলা আর লাঞ্ছনা।।

নিঃস্বার্থ ভাবে ভালোবাসাটাই  জীবনে সবথেকে স্বার্থক  অনুভূতি, অর্ধেক সময় তো পেয়ে গেলে লোকে আর গুরুত্ব দেয় না, ভালোবাসা কমিয়ে ফেলে । তার চেয়ে না পেয়ে যে ভালোবাসতে পারে সেই তো আসল প্রেমিক।।

"ওদের সম্পর্কে ফাটল যেনো না ধরে" এই দ্বন্দ্বমূলক আদর্শে চলা "বিশেষ" বন্ধু গুলো শেষমেশ মনে মনে  "শেষ" হয়ে যায় ????।

শরীরের রক্তক্ষরণ একসময় মৃত্যু ডাকে। মনের রক্তক্ষরণ , সে তো প্রতি রাতে একবার করে মানুষকে মেরে আবার সকালে জাগিয়ে তোলে।।

সব হিসাব একদিন মিটবে, পৃথিবী আবার অশান্ত হবে। ☺️????


পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু