ঋজুরেখ চক্রবর্তী: লেখক পরিচিতি
---------------------------------------------
জন্ম ৬ জুলাই ১৯৬৭ কলকাতায়, ঋজুরেখ চক্রবর্তী পেশায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও...More
ঋজুরেখ চক্রবর্তী: লেখক পরিচিতি
---------------------------------------------
জন্ম ৬ জুলাই ১৯৬৭ কলকাতায়, ঋজুরেখ চক্রবর্তী পেশায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক। লেখালিখির সূত্রপাত কবিতার মধ্য দিয়ে, বয়ঃসন্ধিতে। এযাবৎ ঋজুরেখর মোট এগারোটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রথম চারটি বইয়ের সবকটি কবিতা একত্রিত করে প্রকাশিত হয়েছে তাঁর ‘কবিতাসমগ্র’-র প্রথম খণ্ড। কবি হিসেবে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। কবিতার পাশাপাশি চলেছে গদ্যরচনাও। এছাড়া, মাঝখানে কিছুকাল চিত্রনাট্য রচনা এবং ছোট ও বড় পর্দায় ইতস্তত অভিনয়ের সঙ্গেও তিনি যুক্ত থেকেছেন। জীবনকে নানাদিক থেকে, নানা আঙ্গিকে ছুঁয়েছেনে দেখতে চাওয়ার মধ্য দিয়ে এভাবেই, পরোক্ষে, বৃহত্তর অর্থে সাহিত্যের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে চলেছে চরিত্রত নির্জনতা-বিলাসী এই লেখকের মনন। ‘স্বজনকলোনি’ ছাড়াও তাঁর আরও তিনটি উপন্যাস এযাবৎ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি রহস্য উপন্যাস।