'হারিয়ে যাওয়ার আগে' একটি মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস, যেটি ইবুক আকারে প্রকাশিত হলো শপিজেন থেকে।
দৈনন্দিন জীবনের ঘটনাবলী নিয়েই গড়ে ওঠে লেখিকার গল্পের বা উপন্যাসের বিষয়গুলি। প্রেম, ভালোবাসা, জীবনযুদ্ধের লড়াইয়ে চরিত্রগুলো ভীষণ জীবন্ত। তাই চরিত্রগুলোর সাথে পাঠকবন্ধুরা খুব সহজেই নিজেদের একাত্ম করতে পারেন।
লেখক পরিচিতি
-----------------------
অর্পিতা সরকার কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। তারপর চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। স্কুল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালিখির সূচনা ২০১৬ সালের শেষের দিকে। ফেসবুকে নিজস্ব পেজ 'এক চিলতে রোদ্দুরে' নিয়মিত লেখালিখি করেন। প্রথম বই প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। প্রথম বই 'দেখা না দেখায় মেশার' সাফল্যের পর একে একে প্রকাশিত হয়, 'কখনো মেঘ কখনো রোদ্দুর', 'নির্বাচিত গল্প-১' , 'প্রাণের আলাপ', 'নীরবে তোমায় দেখি', 'সে ছিল অন্তরালে' 'চেনা অচেনার ভিড়ে' 'নির্বাচিত গল্প-২', প্রতিটা বইই পাঠকের মনে জায়গা করে নিয়েছে।
লেখিকার গল্প নিয়ে বেশ কিছু শর্ট মুভি হয়েছে। তিনটি গল্প নির্বাচিত হয়েছে ফিচারের জন্য।
(শপিজেন বাংলা)