রোহিনী মিত্র একজন ব্যাংক কর্মী। বরাবরই ব্যতিক্রমী ভাবনার রোহিনীকে সমাজ স্বেচ্ছাচারী তকমা লাগাতে ছাড়ে না। সত্যিই কি রোহিনী স্বেচ্ছাচারী? রোহিনীর স্বতন্ত্র ভাবনা কিভাবে পরিবর্তন আনে আরো দুই নারীর জীবনে? কিভাবে একটা সাধারণ মেয়ে থেকে রোহিনী হয়ে ওঠে এই সমাজের ধ্রুবতারা?- এই উপন্যাস সেই গল্পই শোনাবে।