মহুয়া দাশগুপ্ত
----------------------
সংক্ষিপ্ত পরিচিতি
---------------------------
মহুয়া দাশগুপ্ত পেশায় শিক্ষিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে রবীন্দ্রসাহিত্য বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত গল্প ক্যাফে ও গল্প ডট কম এবং মিত্র ও ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত রিপুসংহার গল্প সংকলনে তাঁর লেখা গল্প মুদ্রিত হয়েছে। এই বছর বইমেলায় অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর একক গল্প সংকলন ‘কথানদীর কূলে’ ৷ রবীন্দ্রসাহিত্য চর্চা এবং গল্প বলা তাঁর আগ্রহের বিষয়। ‘মাহ ভাদর’ লেখিকার প্রথম উপন্যাসিকা।
(শপিজেন বাংলা)