ছোট্ট ছোট্ট দুঃখ, কিছু না পাওয়া, অনেককিছুর মধ্যে অল্প সুখ খুঁজে নেওয়া, ভরসা -বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, ইচ্ছে আর আলাদা আলাদা স্বপ্নের মাঝখানে ঘুরে বেড়ায় অসংখ্য মানুষ। দূর থেকে দেখলে তাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, দূর থেকে দেখলে তারা সব্বাই ভিড় হয়ে যায় ! অথচ প্রত্যেকে নিজস্ব ইচ্ছে আর প্রাপ্তির কাঁটায়, নিয়ম এবং অনিয়মের খেলায় সম্পূর্ণ স্বতন্ত্র এক একজন মানুষ। একটা শহরকে এ মাথা থেকে ও মাথায় চালিয়ে নিয়ে যায়, সেই শহরও তাদের আগলে রাখে তার সবটুকু দিয়ে।
হঠাৎই সেই শহরে নেমে আসে এক একটা বিকেল, হয়তো কেউই খেয়াল করে না ! তবু সেই বিকেল অন্যরকম সূর্যের রংকে প্রতিফলিত করে। ক্ষুদ্র স্বার্থ, একটা ঘর, একটা বারান্দা, ছোট্ট ইচ্ছের চেয়ে যে আলো সর্বজনীন হয়ে ওঠে। তারই মধ্যে মিলেমিশে যায় অজস্র মানুষ, বেঁচে থাকে একে অপরের জন্য।