নাম-মোহনা মজুমদার,জন্মসাল-১৯৯১,কলকাতা।বর্তমান বাসস্থান-কলকাতা।অঙ্কে স্নাতকোত্তর করে শিক্ষকতা পেশার সাথে যুক্ত।প্রথম প্রকাশিত গল্প "আ ওয়াক টু কলকাতা"(কলকাতা ইন এ্যন্ড আউট নামে ই বুকে)।এছাড়াও "তাসের ঘর", "ছিন্ন সম্পর্ক","সেপারেসন", "এক্সপেকটেসন" ,"মেঘের যুদ্ধ", "মরিচীকা","গন্তব্য" ইত্যাদি নানা গল্প,কবিতা, প্রবন্ধ, অনুগল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।লালমাটি সংবাদ, রংমিলান্তী,দর্পণ, স্টোরি এন্ড আর্টিকেল, হৃদস্পন্দন ,ইত্যাদি নানা ওয়েবজিন এ প্রায়শই লেখালেখি করেন। নেশা-গান শোনা,গল্পের বই পড়া,রান্না করা।
Book Summary
আট বছর পর হঠাৎ দেখা মোহরের সাথে মৃন্ময় এর,ওর প্রথম ভালো বাসা।কি হবে এর পর? ওদের সম্পর্ক টা কি এগোবে? নাকি?