কোলকাতার বাসিন্দা। আপাতত নিজেকে পড়ুয়া-ই বলি, তবে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। গল্পের প্রতি অগাধ টান। তবে লিখতেও বেশ পছন্দ করি। এছাড়া গান_ নাচেও বেশ আগ্রহী। আমার গল্প ভাল লাগলে ফেসবুকের ' গল্পের ঠিকানায়' পেজটিতে একবার ঘুরে আসতে পারেন। আমন্ত্রণ রইল।
কোলকাতার বাসিন্দা। আপাতত নিজেকে পড়ুয়া-ই বলি, তবে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে। গল্পের প্রতি অগাধ টান। তবে লিখতেও বেশ পছন্দ করি। এছাড়া গান_ নাচেও বেশ আগ্রহী। আমার গল্প ভাল লাগলে ফেসবুকের ' গল্পের ঠিকানায়' পেজটিতে একবার ঘুরে আসতে পারেন। আমন্ত্রণ রইল।
Book Summary
অনেকসময় কিছু কিছু প্রেমকাহিনী কখন যে নিজের অজান্তেই ছায়াঘেরা অন্ধকার তমসাচ্ছন্ন-ও হয়ে যায় তা অগোচরেই আসে না ,,,,,নির্ঝর ব্যানার্জি বছর সাতাশের এক খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানের সিভিল ইনঞ্জিনিয়ার। নিজস্ব পরিবার_ চাকরি_ আর একমাত্র প্রেমিকাকে নিয়ে ওর সাজানো জীবনটা কি হবে_?যদি এক নিমেষে ঘেঁটে যায় কোন এক দমকা হাওয়ার মতো ঝড়ের প্রবেশে। ক্ষণিকের জন্য হলেও নির্ঝর নিজে এগিয়ে আসে সেই মোহময় আবেশে বশীভূত হয়ে রহস্যময় সর্বনাশের জালে। মোহগ্রস্ত _ সম্মহিত নির্ঝর তলিয়ে যাবে তার গহনে। তবে, শীঘ্রই বুঝতে পারে যাকে সে মোহগ্রস্ত হয়ে জড়িয়ে ধরছে আসলেই তার অন্য রূপটা পর্দার আড়ালে,,,,,,তবে নির্ঝরের কি নিজের ভুলগুলো শোধন করার সময় অনেকটা পেরিয়ে গেছে__? খুব দেরী হয়ে গেল কি নিজের পুরনো জীবনকে ফিরে পাওয়ার জন্য_? পাবে ফিরে_? নাকি পুড়ে দ্বগ্ধ হয়ে যাবে এই সর্বনাশী অভিশপ্ত বিষের দহনে________??
********************************************
প্রত্যেক মানুষের মধ্যেই মনস্তাত্ত্বিক জটিলতা থাকে। সরলতার পাশাপাশিই জটিলতাও অবস্থান করে প্রত্যেক মানুষের মধ্যে,, কিন্তু সেই জটিলতার গভীর খাদের শেষ সীমায় পৌঁছে কখনো কি ফিরে আসা সম্ভব __? আচ্ছা জটিল মনস্তাত্ত্বের সূচনাটা ঠিক কোথায় শুরু ____? উত্তর লুকিয়ে চেনার অন্তরালে!!