শহর জুড়ে ছড়িয়ে গিয়েছে ভয়ংকর ত্রাস।মানুষজন ঘর থেকে বার হতেই ভয়ে দশ পা পিছিয়ে যাচ্ছে।মুহুর্মুহু বেড়েই চলেছে নিখোঁজ মানুষের সংখ্যা।আর যারা যারা নিখোজ হচ্ছে তাদের নিখোঁজ হওয়ার দুই কি তিনদিন আগে থেকেই দেখা যাচ্ছে বীভৎস মানসিক বিকার।তারা চারপাশে থাকা বন্ধু শত্রু সব ধরণের মানুষের শত বাধা অগ্রাহ্য করে তাদের আঁচড়ে খুবলে আহত করে ঝাঁপিয়ে পড়ছে মৃত্যুর মুখে।সুদূর আমেরিকে হতে বহু বছর বাদে তড়িঘড়ি ছুটে আসে দিয়া।সে কি তবে আসল রহস্যটা জানে?এর সমাধানই বা কি ?জানতে হলে পড়ুন রোমহর্ষক কল্পবিজ্ঞানের কাহিনী...আদিম বিভীষিকার হাতছানি।