শতছিন্ন পোশাক পরা বছর বারোর মেয়েটা আস্তে আস্তে চোখ মেলতে থাকল।ও দেখতে পেল...ওর চারদিকে অনেক মানুষের ভিড়।ও শুয়ে রয়েছে একটা মখমলে রাজকীয় বিছানায়।ওর চারপাশের যেসব মানুষেরা...শুধু ওর চোখ মেলে তাকানোর প্রতীক্ষায় প্রহর গুনছে...তাদের কাউকেই ও আদৌ চেনে না।কিন্তু এটুকু ও ভালোভাবেই বুঝতে পারছে...এরা প্রত্যেকে রীতিমতো অভিজাত পরিবারের সন্তান।এতদিন টিনের চালের ঘরে থেকে আর সাধারণ জীর্ণ পোশাক আশাক পরা মানুষজনের মধ্যে বাস করে ও ঠিক যেমন জীবনযাপন করার জন্য কেঁদে মরত...আজ তা যেন ওর হাতের মুঠোয়।এই অচেনা অজানা মানুষগুলো এখন দুইহাতে ওকে আগলে রেখেছে পরম যত্নে।এখন কি করবে ও?ও কি নিজের টিনের চালের জীর্ণ ঘরে ওর আপন বাবা মায়ের কাছে ফিরে যাবে?না এদের বাড়িয়ে দেওয়া হাতে মিলিয়ে দেবে নিজের হাত?পড়তে থাকুন...রুদ্ধশ্বাস ভৌতিক কাহিনী...মোহভঙ্গ।