জেসমিন জলির জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। গ্রামের নাম ঃ বালিজুড়ী বাজার।
শিক্ষক দম্পতির সন্তান বলেই আদর্শ তার অস্থিমজ্জায় গ্রোথিত। শিক্ষক হওয়ার প্রত্যয় নিয়েই বেড়ে ওঠা তার। জীবন চলার পথে সংগ্রাম করতে হয়েছে বহুবার। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। একজন সফল শিক্ষক হিসেবে সুপরিচিত এই লেখক।
ব্যক্তিগত জীবনে লেখক। তিন পুত্র এক কন্যার গর্বিত জননী। ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে জড়িত জেসমিন জলির প্রথম উপন্যাস, নীল কষ্টের সরোবর প্রকাশিত হয় ২০১৬ সালে। এছাড়া রয়েছে, নীলিমায় নীলাক্ষী(উপন্যাস),মানব মনের ক্যানভাস,(ছোটগল্পগ্রন্থ) নীল স্বপ্নের প্রহর(উপন্যাস), কালো গোলাপ (ছোট গল্পগ্রন্থ), ঘরবাতাসী (উপন্যাস) জলকন্যা নীলাম্বরী (ফ্যান্টাসি উপন্যাস)।
মানব মনের ক্যানভাস(ছোটগল্পের বই)। ২০১৮ সালে এই গল্পগ্রন্থটা বিশ্বসাহিত্য কেন্দ্রে অনেক বইয়ের ভিড়ে নির্বাচিত হয়েছে সেরা ছোটগল্পের হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারাদেশের আটাত্তরটি লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে গ্রন্থটি।
আজীবন লিখে যেতে চান তিনি পাঠকদের ভালবাসায়। দেশের সীমানা পেরিয়ে পৌঁছুতে চান বহির্বিশ্বের আঙিনায়।