ভারতে বিভিন্ন ভাষায় পুরান সাহিত্য খুবই সমৃদ্ধশালী। এই বিশাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যও অসামান্য। এই বৈচিত্র্যে অনেক সময় বিপরীত কাহিনি ও মত দেখতে পাওয়া যায়। উত্তর ভারতের অনেক কাহিনি অন্য ভাবে উপস্থাপিত হয় দক্ষিণে। পশ্চিমের কাহিনির বদল ঘটে পূর্বে।
অনেক ধর্ম, অনেক মত – কিন্তু সহনশীলতা ও সহিষ্ণুতাই আমাদের বড় শক্তি। এখানে যে কাহিনিগুলি দেওয়া হলো, তা অনেক সোস্যাল মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত। সেগুলি এক জায়গায় সংগ্রহ করে রাখা গেল, কারন শপিজেন বাংলা এই অভূতপূর্ব সুযোগটি এনে দিয়েছে।