পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য চর্চা। বিশেষ আকর্ষণ কবিতা রচনা ও আবৃত্তির প্রতি।
Book Summary
লেখিকা পরিচিতি:
------------------------
দেবযানী গাঙ্গুলী। পেশায় শিক্ষিকা। শৈশব থেকেই কবিতাকে ভালবেসে একদিন হঠাৎ মুখে মুখে ছড়া বানিয়ে ফেলা ছ'বছর বয়সে। আবৃত্তির প্রতি অনুরাগে স্বপ্ন ছিল একদিন নিজের লেখা কবিতা আবৃত্তি করব। এভাবেই হাতে কলম তুলে নেওয়া, স্কুল জীবনে অনেক পত্র পত্রিকায় কবিতা ছাপা হয়েছে নিয়মিত। কলেজ জীবনে লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত হয়ে বইমেলায় স্টলে বসা। এরপর সংসার জীবন ও জীবিকার তাগিদে কিছুদিন বিরতির পর আবার লেখালিখিতে ফেরা। পঁচিশটা প্রেমের কবিতার সমন্বয়ে "অগ্নিলতা" আশা করি পাঠককে তৃপ্তি দেবে।
(শপিজেন বাংলা)