অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখির শুরু মাধবী ভট্টাচার্যের । বর্তমানে ফেসবুকে নিজস্ব পেজে লেখেন তিনি। দুটো ছোট গল্পের সঙ্কলন প্রকাশিত হয়েছে ২০১৯ আর ২০২০ বইমেলায়। এটি লেখিকার প্রথম ই বুক।
মানুষের জীবন যদি একটা উপন্যাস হয় , তবে তার ভেতরে আছে অসংখ্য ছোট ছোট গল্প আর চরিত্রের ভিড় । জীবন থেকে উঠে আসা এরকমই দশটি গল্প দিয়ে সাজানো হয়েছে 'মেঘ বৃষ্টি রোদ্দুর ' ।
ঘৃণার আহুতিতে শুদ্ধ হয়ে ওঠা প্রভা তাঁর গল্পে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারেন সর্বনাশের কিনারায় এসেও। বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবন কাটানো অশীতিপর বৃদ্ধার অন্ধকার জীবনে হঠাৎ এসে পড়া এক টুকরো আলো লিখে দেয় অন্য স্বাদের একটা গল্প।
ক্রমাগত মিথ্যে দিয়ে সাজানো অনিমেষের গল্পের ভিত ধ্বসে পড়ে একদিন , বেরিয়ে আসে বেআব্রু সত্যি । দীর্ঘদিন পরে বাড়ি ফিরতে পারা সুলতার গল্পে যেটুকু ফাঁক থেকে যায় , সেটাও ভরাট হয়ে যায় মায়ায় আর ভালোবাসায় ।
যাকে এতকাল ঘৃণা করে এসেছে , তার মধ্যেই নিজের প্রতিফলন দেখতে পেয়ে চমকে ওঠে সোহিনী । সন্দেহপ্রবণ , অত্যাচারী স্বামীকে অদ্ভুত এক শাস্তি দিয়ে আত্মতৃপ্তি হয় মিথিলার।
নানা রকম চরিত্র আর তাদের নানা রকম গল্প , জানতে গেলে পড়ে ফেলতে পারেন ' মেঘ বৃষ্টি রোদ্দুর '। আশাহত হবেন না এইটুকু কথা দিতেই পারি।