লেখক পরিচিতি
পলাশ মজুমদার, নিবাস - বিজয়নগর, কল্যাণী, নদীয়া। শিক্ষা -
কাঁচরাপাড়া উদ্বোধিনী হাই স্কুল এবং পরবর্তীকালে
চাকদহ কলেজ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। চাকরিসূত্রে তার বর্তমান নিবাস খড়্গপুর।
ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ। নবম শ্রেণিতে পড়াকালীন তার প্রথম কবিতা 'সংবাদ প্রতিদিন' এর পাতায় প্রকাশিত হয়। কবিতা লেখার পাশাপাশি তাঁর লেখা গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিশুদ্ধ পরকীয়া' (২০১৭) কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। তাঁর লেখা অন্য বইগুলি হ'ল 'এবং শান্তিলতা', 'এখানে চুমু নিষিদ্ধ নয়' , ' এখন ওখানে অনেক রাত' , 'গ্রীনরুম ও অন্যান্য গল্প' প্রভৃতি।
এছাড়াও কয়েকটি সংকলন গ্রন্থে ও বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। আশা করাই যায়, তাঁর প্রথম ই-বুক সংকলন 'শাড়ির ভাঁজে, হৃদয়ের খোঁজে' সমানভাবে আদৃত হবে।
কখনো মজার ছলে , কখনো ব্যাঙ্গাত্মক উপমার সন্নিবেশে সমাজের আনাচে কানাচে নিত্যদিনকার ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে অঙ্কন করা হয়েছে প্রতিটি রচনার ছত্রে ছত্রে।